fbpx

ইরাকে বোমা হামলায় নিহত ৩৫, আহত ৬০

Pinterest LinkedIn Tumblr +

ইরাকের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৩৫ জন। সোমবার রাজধানী বাগদাদের ওহাইলাত মার্কেটে এই হামলা হয়।

ঈদুল আযাহার আগের দিন হওয়ায় মার্কেটিতে ক্রেতাদের ভিড় ছিল। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে এতে আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। তাদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছে কর্তৃপক্ষ।

হতাহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় বিস্ফোরক দিয়ে এই হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে গেছে।

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

Share.

Leave A Reply