fbpx

ঈদে থাকছেন পরী

Pinterest LinkedIn Tumblr +

এবার ঈদে বড় পর্দায় থাকছেন পরীমিন। তার অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি দেশের ১৭টি সিনেমা হলে নতুন করে মুক্তি দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদে দর্শক পরীর সিনেমা দেখতে পাবেন। সেসব প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে যেসব প্রেক্ষাগৃহ স্বাস্থ্যবিধি মেনে চলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রুম্মান রশিদ খানের রচনা ও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’। টানা ১৬ সপ্তাহ প্রেক্ষাগৃহে প্রদর্শন হয়েছিল ছবিটি।

যে হলগুলোতে ছবিটি দেখা যাবে, সেগুলো হলো আলোছায়া (শরীয়তপুর), আনন্দ (কুলিয়ারচর), মৌচাক (ভাঙ্গুরা), চলন্তিকা (গোপালদী), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), মোহন (হবিগঞ্জ), মনামী (খোকসা), নিউ রজনীগন্ধা (চালা), পূর্বাশা সিনেমা (শান্তাহার), রূপকথা (শেরপুর), সোহাগ (ঘোড়াশাল), ছন্দা (পটিয়া), ছন্দা (হাসনাবাদ), তিতাস (পটুয়াখালী), তুলি (নাভারণ), ডায়মন্ড (বোয়ালমারী), পড়শী (লাকসাম)।

পরীমনি ও সিয়াম আহমেদ ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরও অনেকে।

Share.

Leave A Reply