fbpx

চীনে ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ১২

Pinterest LinkedIn Tumblr +

চীনে ভারী বৃষ্টি ও বন্যায় মারা গেছে অন্তত ১২ জন। হেনান প্রদেশের রাজধানী ঝাংঝৌসহ বেশ কয়েকটি শহর প্লাবিত হয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে অন্তত এক লাখ বাসিন্দাকে।

সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় ৬১৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা গেল একশ বছরের মধ্যে এই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রিয় টেলিভিশনে এক ভাষণে জানিয়েছেন, ‘কিছু নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। কিছু বাঁধ ভেঙ্গে গেছে। এতে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে।‘

এ অবস্থায় এই প্রদেশের বেশ কিছু রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থগিত রয়েছে বিমান চলাচলও। হাসপাতালে পানি ঢুকে যাওয়ায় অন্তত ৬০০ রোগীকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

হেনান প্রদেশে প্রায় ৯ কোটি ৮০ লাখ লাখ মানুষের বাস। তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

 

 

Share.

Leave A Reply