fbpx

জবি শিক্ষার্থীদের টিকার অনলাইন আবেদন শেষ হচ্ছে আগামীকাল

Pinterest LinkedIn Tumblr +

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের করোনা টিকার অনলাইন আবেদেন আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) শেষ হতে যাচ্ছে। এই টিকা নিতে এখন পর্যন্ত সাত হাজার ৪৭৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বুধবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীদের টিকার আবেদন জন্য সময়সীমা শেষ হবে বৃহস্পতিবার (১০ জুন)। এরপর আর সময়সীমা বাড়ানো হবেনা। এ সময় তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করার জন্য আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের পরিচালক উজ্জল কুমার আচার্য বলেন, গত ৩ জুন থেকে শুরু হওয়া অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন সাত হাজার ৪৭৭ জন।

Share.

Leave A Reply