fbpx

তিউনিশিয়ার উপকূলে বাংলাদেশিসহ ৪৩ জন নিখোঁজ

Pinterest LinkedIn Tumblr +

তিউনিশিয়ার উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে অন্তত ৪৩ জন নিখোঁজ। এদের মধ্যে বাংলাদেশিও আছে।

গত সোমবার যাত্রা শুরু করা নৌকাটিতে বাংলাদেশ ছাড়াও মিশর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক ছিলেন। নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর সেটি ডুবে যায়।

দেশটির রেড ক্রিসেন্ট এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে বলছে, অভিবাসীরা লিবিয়ার জুয়ারা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং তারা ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিল।

তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট এর প্রধান মঙ্গি স্লিম জানিয়েছেন, দেশটির নৌবাহিনী আরো ৮৪ জনকে উদ্ধার করেছে।

গ্রীষ্মের সুযোগ নিয়ে অভিবাসীরা উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছে।

Share.

Leave A Reply