fbpx

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

Pinterest LinkedIn Tumblr +

দক্ষিণ অফ্রিকায় হাফিজ আব্দুল আহাদ (৩০) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ভাতিজা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, হাফিজ আব্দুল আহাদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামের সজীব আলীর ছেলে।

মেহেদী হাসান জানান, আহাদ দোকানের মালামাল কিনতে আরেক প্রবাসী ব্যবসায়ীকে সঙ্গে নিজে ভল মারেস্টার্ড থেকে প্লাস্টকে শহরে যাচ্ছিলেন। মাঝপথে ডাকাতরা তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে। তাদের চাকায় গুলি করলে গাড়ি থেমে যায়। তখন ডাকাতদল আহাদকে গুলি করে তাঁর সঙ্গে থাকা টাকা নিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আহাদ নিহত এবং তার সঙ্গে থাকা ব‍্যবসায়ীও গুলিবিদ্ধ হন।

Share.

Leave A Reply