fbpx

দীর্ঘ তিন মাস পর পৃথিবীতে ফিরলেন চীনের তিন নভোচারী

Pinterest LinkedIn Tumblr +

মহাকাশে মিশন শেষে দীর্ঘ ৯০ দিন পর পৃথিবীতে ফিরলেন চীনের তিন নভোচারী।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নি হাইসেং, লিউ বোমিং ও ত্যাং হনবো নামের তিন নভোচারী ভূপৃষ্ঠ থেকে ৩৮০ কিলোমিটার উচ্চতায় চীনের মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলে অবস্থান নিয়েছিলেন। বৃহস্পতিবার সেখান থেকে শেনঝউ-টুয়েলভ মহাকাশযানে পৃথীবীর উদ্দেশ্যে রওনা দেন। চীনের স্থানীয় সময় রাত ১ টা ৩৫ মিনিটে তারা ইসার মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন।

মহাকাশে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছেন তারা। ছবি: বিবিসি

এর আগে গেল ১৭ জুলাই গোবি মুরুভূমি থেকে পৃথিবী ছেড়ে মহাকাশে গিয়েছিলেন তারা। এই অভিযানে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা, তথ্য-উপাত্ত পৃথিবীতে পাঠিয়েছেন তারা।

চীনের মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলে অবস্থান নিয়েছিলেন তারা। ছবি: বিবিসি

চীনের এই সফল অভিযান মহাকাশ কর্মসূচি এগিয়ে নেয়ার সক্ষমতাকেই প্রমাণ করেছে। এর মধ্য দিয়ে মহাকাশ গবেষণায় বেইজিংয়ের দৌড় আরও এক ধাপ এগিয়ে যাওয়ায় আস্থাও বেড়েছে।

Share.

Leave A Reply