fbpx

বগুড়ার শেরপুরে বিদ্যুতের তাঁরে জড়িয়ে ৩ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +

বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নে দুর্গা পূজা মণ্ডপ থেকে ৫শ গজ দূরে আলোকসজ্জার বৈদ্যুতিক লাইন থেকে  বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে ।

১১ অক্টোবর (সোমবার) সকাল ১০টার দিকে উপজেলার চুরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, বুদু মাহাতো, পলাশ মাহাতো ও ক্ষিতিশি মাহাতো।

এ বিষয়ে শেরপুর থানার ওসি জানান, পূজা মণ্ডপ থেকে নিয়ে বুদু মাহাতোর বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে আলোকসজ্জা করা হয়। বুদু মাহাতোর বাড়িতে কাপর শুকানোর তাঁর ছিঁড়ে গেলে তাঁর জোড়া দিতে গেলে ওই বিদ্যুৎতের তাঁরে জড়িয়ে পড়ে। এ সময় সে চিৎকার করলে তার বাড়ির আসে পাশের পলাশ মহাতো ও ক্ষিতিশ মাহাতো তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুতায়িত তাঁরে জড়িয়ে পড়ে। এ সমং পলাশ ও বুদু ঘটনা স্থলে মার যায়। ক্ষিতিশকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে  যাবার পথে সেও মারা যায়। মৃত তিন জনের লাশ ঘটনা স্থলে আছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share.

Leave A Reply