fbpx

বাংলাদেশের সাথে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী দ. কোরিয়া

Pinterest LinkedIn Tumblr +

দক্ষিণ কোরিয়া রেডিমেড গার্মেন্টস (আরএমজি) খাত ছাড়াও সম্ভাবনাময় আরও ক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং-কিউন। তিনি জানান, অন্যান্য খাতগুলোর মধ্যে অবকাঠামো, ফার্মাসিউটিক্যাল, আইসিটি ও আরও কিছু খাত চিহ্নিত করেছে দেশটি।

গতকাল সোমবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পানাম নগরী ও বড় সরদার বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, তিনি ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের তরুণ প্রজন্মের ওপর বিশেষভাবে দৃষ্টি দিচ্ছেন। কারণ, তরুণ প্রজন্মের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে।

তিনি আরও বলেন, পারমাণবিক শক্তি উৎপাদনে অনেক কোরিয়ান কোম্পানি বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।

দক্ষিণ কোরিয়া এরইমধ্যে পারমাণবিক শক্তি উৎপাদনে সংযুক্ত আরব আমিরাতের সাথে সহযোগিতা করেছে উল্লেখ করে দূত বলেন, পারমাণবিক শক্তি উৎপাদনে দক্ষিণ কোরিয়ার শীর্ষ পর্যায়ের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে।

Share.

Leave A Reply