fbpx

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল

Pinterest LinkedIn Tumblr +

অস্ট্রেলিয়ার সাথে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাঝপথেই আরেক ক্রিকেটীয় পরাশক্তি নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার খবর চুড়ান্ত করেছে আইসিসি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে কিউইরা।

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার কথা থাকলেও সম্প্রতি ইংল্যান্ড সফর পিছিয়ে গেছে। নিউজিল্যান্ড ইংল্যান্ডের পথে হাঁটছে না। বিশ্বকাপের ঠিক আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কেন উইলিয়ামসনের দল। সেপ্টেম্বরের ১ থেকে ১০ তারিখের মধ্যে হবে ম্যাচগুলো।

নিউজিল্যান্ড শেষবার বাংলাদেশে এসেছিল ২০১৩-১৪ মৌসুমে। প্রায় সাত বছর পর আবারও বাংলাদেশে পা রাখবে তারা। এখনো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি না জেতা বাংলাদেশের সামনে থাকবে ম্যাচ জেতার বড় সুযোগ। সিরিজের সবক’টি ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

Share.

Leave A Reply