fbpx

সৌরভের পরিবর্তে অঙ্কুশ?

Pinterest LinkedIn Tumblr +

ভারতীয় তিভি চ্যানেল জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ এর উপস্থাপনা করে রিতিমত মাতিয়ে দিয়েছেন টালিগঞ্জের অভিনেতা অঙ্কুশ হাজরা। এবার তাকেই দেখা যাবে ‘দাদাগিরি’ মঞ্চে উপস্থাপনা করতে?

জি ফাইভ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সৌরভ গাঙ্গুলীর সংলাপ দিচ্ছেন অঙ্কুশ। অনায়াসেই দাদার সংলাপ আওড়াচ্ছেন এই অভিনেতা।

সেসময়,হঠাৎই অভিনেতার পিঠে আলতো ছোঁয়া। হাসিমুখে এসে দাঁড়িয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘অঙ্কুশ আমার ছোট ভাইয়ের মতোই। ‘দাদাগিরি’কে নতুন মাত্রায় পৌঁছে দেবে আজকে।’

দাদাকে শ্রদ্ধা জানাতে কার্পণ্য করেননি অঙ্কুশ। তিনিও বিনিতভাবে সৌরভকে বলেন, ‘দাদা তুমি অলরাউন্ডার এবং সেরা উপস্থাপক। যদি কোনও দিন ‘ভাইগিরি’ বলে কোনও অনুষ্ঠান হয়, আমি চেষ্টা করব। ‘দাদাগিরি’ তোমার।’

তখনই সবাই বুঝে গিয়েছে এটি আসলে আগামী অনুষ্ঠানের প্রচার ভিডিও। এমনকি স্বস্তির নিঃশ্বাসও ফেলেছেন সবাই। তাহলে ‘দাদাগিরি’ ছাড়ছেন না দাদা।

Share.

Leave A Reply